ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আলু ব্যবসার সংকট নিরসনে ৭ দফা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আলু ব্যবসার সংকট নিরসনে ৭ দফা

ঢাকা: আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি শিল্পে লোকসান প্রায় ১২ হাজার কোটি টাকা। এ সংকট সমাধানে সরকারের কাছে সাত দফা দাবি জানিয়েছে তিনটি সংগঠন।

শনিবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাত দফা দাবি জানায় সমাজতান্ত্রিক মজদুর পার্টি, গণমোর্চা ও বাংলাদেশ দেশপ্রেমিক পার্টি।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি ডা. সামছুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ দেশপ্রেমিক পার্টির সভাপতি অধ্যক্ষ ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, আলুচাষি মতিউর রহমান, কৃষক প্রজা পার্টির মো. সিরাজুল হক সিরাজ, কাজী মো. আমানুল্লাহ মাহফুজ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, প্রায় ৫ কোটি মানুষ আলু উৎপাদন, হিমাগার শিল্প, ব্যবসা ও রপ্তানির সঙ্গে জড়িত। চলতি মৌসুমে দেশে এক কোটি মেট্রিক টন আলু উৎপন্ন হয়েছে। কিন্তু অব্যাহত দরপতনে আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও রপ্তানি শিল্পে লোকসান দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার কোটি টাকা। এ সংকট সমাধানে সরকারের কাছে ৭ দফা জানিয়েছেন বক্তারা।

দাবিগুলো হলো- সংকটে জর্জরিত আলুচাষি ও ক্ষুদ্র আলু ব্যবসায়ীদের ব্যাংক ও এনজিও ঋণ মওকুফ করা, হিমাগার মালিকদের ব্যাংক ঋণ শহজ শর্তে পরিশোধের লক্ষ্যে ঋণ পুনঃতফসিল করে পরিশোধের সময়সীমা বাড়ানো, ভাতের বিকল্প হিসেবে জনগণকে আলু খাওয়ার জন্য সরকারিভাবে ব্যাপক প্রচারের পদক্ষেপ গ্রহণ, ত্রাণকাজে চাল ও গমের পাশাপাশি আলু বিতরণ এবং রোহিঙ্গা আশ্রয় শিবিরে আলু সরবরাহ করা।

চাষিদের রপ্তানিযোগ্য আলুবীজ সরবরাহ করা, ইউরোপ-রাশিয়া ও আসিয়ান রাষ্ট্রগুলোতে আলু রপ্তানির লক্ষ্যে এর গুণগতমান পরীক্ষার জন্য টেস্টিং ল্যাব স্থাপন করা এবং হিমাগার শিল্পকে কৃষিভিত্তিক শিল্পের মতো বিদ্যুৎ বিলের ২০ শতাংশ রিবেট প্রদানের দাবিও অর্ন্তভুক্ত।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।