ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যুব মৈত্রীর বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
বরিশালে যুব মৈত্রীর বিক্ষোভ  বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘জঙ্গিবাদ, দুর্নীতি, বেকারত্ব নিরসন কর, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ কর’ এ স্লোগানে বরিশাল যুব মৈত্রীর নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেছে।

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

যুব মৈত্রীর জেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান (এমপি), জেলা যুব মৈত্রীর সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।