ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ২১ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
ভোলায় ২১ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

ভোলা: ভোলা শহরের চকবাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (২৫ নভেম্বর) রাতে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল এ অভিযান চালায়।

ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফট্যানেন্ট কমান্ডার দেবায়ন চক্রবর্তী বাংলানিউজকে জানান, রাতে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃধা মোজাহিদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল শহরের চক বাজার এলাকায় অভিযান চালায়।

এ সময় বিভিন্ন গোডাউন থেকে ২১ কোটি টাকা মূল্যের ৬০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে রাতেই জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।