ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাঁজা ও ফেনসিডিলসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
গাঁজা ও ফেনসিডিলসহ মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা আটক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামনাশীষ সরকার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক কামনাশীষ সরকারকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৭টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ভৈরব সার্কেল অফিস থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কিশোরগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ভৈরব সার্কেল অফিস পরিদর্শন করতে গিয়ে মালামালের জব্দ তালিকা পরীক্ষা করা হয়।

এসময় জব্দ তালিকার বাহিরে ৬৮ কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভৈরব থানায় সোপার্দ করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।