ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুর জেলা শিল্পকলায় ৫ গুণী শিল্পীকে সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
চাঁদপুর জেলা শিল্পকলায় ৫ গুণী শিল্পীকে সম্মাননা চাঁদপুর জেলা শিল্পকলায় ৫ গুণী শিল্পীকে সম্মাননা

চাঁদপুর: চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পকলার বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পাঁচ গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) রাত ৮টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এসব শিল্পীদের হাতে সনদপত্র তুলে দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনি।

পাঁচ শিল্পীর মধ্যে সৃজনশীল সংগঠক হিসেবে জীবন কানাই চক্রবর্তী, আবৃত্তি ও উপস্থাপক অজয় কুমার ভৌমিক, কন্ঠ সংগীত রূপালী চম্পক, নাট্য কলা-শহীদ পাটওয়ারী ও সৃজনশীল সংস্কৃতিক গবেষক হিসেবে প্রকৌশলী দেলোয়ার হোসেনকে সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মো. আব্দুস সবুর মণ্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।