ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা 

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সহকারী ট্রেন চালক নূর আলম শরীফ (৪৫) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (২৫ নভেম্বর) বিকেলে রেলওয়ের ঊধ্বর্তন উপ-সহকারী প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে ঢাকা-কমলাপুর রেলওয়ে থানায় মামলাটি দায়ে করেন।  

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলানিউজকে  জানান, ট্রেন-ট্রাক সংঘর্ষে চালক নিহতের ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে অজ্ঞাতনামা করে একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা নম্বর ৫ (তারিখ ২৫-১১-২০১৭)। এ মামলার তদন্তকারী অফিসার জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক বলে জানান তিনি।  

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের কালিয়াকৈরের বক্তারপুর এলাকায় একটি অবৈধ রেলক্রসিংয়ে এসে একটি ট্রাক বন্ধ হয়ে যায়। এসময় লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেসের একটি ট্রেন ট্রাকের কাছাকাছি পৌঁছালে চালক ও হেলপার ট্রাক থেকে নেমে পালিয়ে গেলে ট্রাক ও ট্রেনের সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রেনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় ট্রেনের সহকারী চালক নূর আলম শরীফ ঘটনাস্থলেই মারা যান।  

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) এসএম রকিবুল হক বাংলানিউজকে জানান, মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। এঘটনায় ওই ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।  

** গাজীপুরে ট্রেন-ট্রাকের সংঘর্ষ, ট্রেনচালক নিহত

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৭
আরএস/ এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।