ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পাবনায় যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রানীগ্রাম এলাকার ভাদেতলার একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজ বলেন, আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রানীগ্রাম এলাকার ভাদেতলার একটি ডোবার মধ্যে এক যুবকের মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তার পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও থেকে তাকে অপহরণ করে এনে হত্যার পর চত্রাবিল পাড়ের এই নির্জন স্থানে কচুরীপানার মধ্যে ফেলে রেখে গেছে।

নিহত ব্যক্তির মাথা ও বাম পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনের জন্যে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।