ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে শ্রীরামকৃষ্ণ মন্দির উদ্বোধন 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
যশোরে শ্রীরামকৃষ্ণ মন্দির উদ্বোধন  শ্রীরামকৃষ্ণ মন্দির-ছবি-বাংলানিউজ

যশোর: যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির। এ উপলক্ষে তিনদিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে শ্রীরামকৃষ্ণদেবের পূজা, বাস্তুপূজা ও হোমযজ্ঞের মাধ্যমে শুরু হয় তিন দিনব্যাপী উৎসব।

নান্দনিক এ মন্দির নির্মাণের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার বিশ্বাস ও সহ-তত্ত্বাবধায়ক পঙ্কজ দে জানান, ভক্তদের আর্থিক সহায়তায় নির্মিত হয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির।

মন্দিরের ডিজাইনার ছিলেন যশোর ইইডির সাবেক সহকারী প্রকৌশলী ধনঞ্জয় বিশ্বাস।  

যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ জানান, তিন দিনব্যাপী উৎসবে মাঙ্গলিক পূজাপর্ব ছাড়াও, প্রসাদ বিতরণ, বিষয়ভিত্তিক আলোচনা সভা, স্থানীয়, দেশি ও বিদেশি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এদিন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন।

ভারতের কলকাতা বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী নিত্যমুক্তানন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক আশরাফ উদ্দিন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি মিলন কান্তি দত্ত। সন্ধ্যায় নব-নির্মিত মন্দিরের অধিবাস ও পূজাপর্ব শুরু হবে।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) উৎসবের দ্বিতীয় দিন সকাল ৮টায় হবে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পূজা। সকাল ৯টায় সম্প্রীতি শোভাযাত্রা। সকাল ১০টায় হবে আলোচনা সভা।  

বুধবার (২৯ নভেম্বর) সমাপনী দিনে সকাল সাড়ে ৯টায় ‘স্বামী বিবেকানন্দ ও সেবাযোগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিত থাকার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ইউজি/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।