ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং-এর রিক্রুট ব্যাচ ২০১৭-২ এর সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) সকালে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন শামসুল হুদা প্যারেন্ড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময় দীর্ঘ ৪৫ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষ করা ৭৭৪জন রিক্রুট ইঞ্জিনিয়ার কোরে সৈনিক হিসেবে যোগদান করেন।

কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেরা রিক্রুটদের পুরস্কৃত করেন ও তাদের উদ্দেশে সমাপনী বক্তব্য রাখেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল কমান্ডিং অফিসার লেফট্যানেন্ট জেনারেল আজিজ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন- ট্রেনিং ব্যাটালিয়নের অধিনায়ক ও ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং ব্রিগেডিয়ার জেনারেল এফএম জাহিদ হোসেন, সেনা সদর ও বগুড়া এরিয়া সদর দফতর থেকে আগত অফিসার, বিভিন্ন সেন্টার থেকে আগত কমান্ডার, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারি, শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে ইঞ্জিনিয়ারিং কোরের যুদ্ধ ও শান্তিকালীন সময়ের দায়িত্ব অতীতের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।