ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৪ যাত্রীর জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৪ যাত্রীর জরিমানা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৯৪৪ যাত্রীর কাছ থেকে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভৈরব বাজার রেলওয়ে জংশন স্টেশনে রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সর্দার সাহাদাত আলী এ জরিমানা আদায় করেন।  

এসময় উপস্থিত ছিলেন ভৈরব স্টেশন মাস্টার অমৃত লাল দাসসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্দার সাহাদাত আলী বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-কিশোরগঞ্জ, ঢাকা-সিলেট, ময়মনসিংহ-ভৈরব-চট্টগ্রাম, ঢাকা-ভৈরব-ময়মনসিংহ রেলপথে চলাচলকারী ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে বিরতি দেওয়া ১৪টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেনে এ টিকিট চেকিং অভিযান চালানো হয়।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।