ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনের অতিরিক্ত এলপি গ্যাস সিলিন্ডার রাখার দায়ে ঝিনাইদহ শহরের ৪ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী এ দণ্ডাদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে হাটের রাস্তার এসএসএম ওয়াহেদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল ওয়াহেদকে ৫ হাজার, গ্যাস ঘরের মালিক কাজী কামাল আহম্মেদ বাবুকে ৫ হাজার, শেখ ট্রেডার্সের মালিক শেখ জাকির হোসেনকে ৫ হাজার ও শরিফ অ্যান্ড ব্রাদার্সের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. হাসনাত, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ পরিচালক সুচন্দন মণ্ডলসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া আক্তার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।