ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ উইমেন নেটওয়ার্কের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পুলিশ উইমেন নেটওয়ার্কের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে পুলিশ উইমেন নেটওয়ার্কের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ সদস্যদের আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও ডিআইজি (লজিস্টিক) মিলি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের মহাপরির্দশক (আইজিপি) একেএম শহিদুল হক।

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতির সভাপতি বেগম শামসুর নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন ও চাঁদপুরের পুলিশ সুপার শামসুর নাহার।

মতবিনিময় সভা শেষে কেক কেটে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।