ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় অবৈধভাবে লালমাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কুমিল্লায় অবৈধভাবে লালমাটি কাটায় ৪ জনের কারাদণ্ড দণ্ডপ্রাপ্ত চার আসামি- ছবি: বাংলানিউজ

কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অবৈধভাবে লালমাই পাহাড়ের লালমাটি কাটার অপরাধে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আদর্শ সদর উপজেলার ২ নম্বর উত্তর দূর্গাপুরের মৃত. ছবু মিয়ার ছেলে মো. ইউসুফ (২২), সদর দক্ষিণ উপজেলার রাকাশ্বের পাড় গ্রামের মৃত. আবদুর রহমানের ছেলে মো. রফিক (২৮), একই গ্রামের মৃত. ফজলু মিয়ার ছেলে ফয়েজ আহাম্মেদ (৩৫) ও আনা মিয়ার ছেলে সুমন (২৪)।

সোমবার (২৭ নভেম্বর) গোপন সংবাদ পেয়ে দুপুর ১টার দিকে উপজেলার বড় ধর্মপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপালী মন্ডল বাংলানিউজকে বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ সংশোধিত (২০১০) ৬ এর (খ) আইন লঙ্ঘন করার দায়ে চারজন আসামিকে তাদের অপরাধের ধরন বিবেচনা করে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাহাড় কাটার সঙ্গে যারাই জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। পরিবেশ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।  

অভিযানে আরও উপস্থিত ছিলেন- পরিবেশ ও বন মন্ত্রণালয়ের কুমিল্লা জেলা শাখার উপ-সচিব মো. শামসুল আলম, উপজেলা সহকারী নির্বাহী কর্মকর্তা (ভূমি) ফারহানা জাহান উপমা, সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।