ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা গ্রেফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা শহরের একাডেমি মোড় এলাকা থেকে এক হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- কেরানীগঞ্জের মৃত চুন্নু মিয়ার ছেলে আজাদ হোসেন (৩৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গার চড় যাদবপুর গ্রামের তৈয়ব মোল্লার ছেলে আজাদ মোল্লা (৩০)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একাডেমি মোড় এলাকায় অভিযান চালিয়ে আজাদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইয়াবার এ চালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমডাঙ্গার চড় যাদবপুর গ্রামে অভিযান চালিয়ে আজাদ মোল্লাকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।