ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের শীর্ষ পর্যায়ে চার কর্মকর্তার পদোন্নতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
পুলিশের শীর্ষ পর্যায়ে চার কর্মকর্তার পদোন্নতি

ঢাকা: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি পদে পদোন্নতি প্রাপ্ত চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশে এ বদলি/পদায়ন করা হয়।

বদলি হওয়া কর্মকর্তারা হলেন- সিআইডিতে ডিআইজি পদে কর্মরত আবদুস সালাম পিপিএমকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স (টিআর পদে), পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি পদে কর্মরত মো. মহসিন হোসেনকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স, এসবিতে ডিআইজি পদে কর্মরত মীর শহীদুল ইসলাম (বিপিএম-সেবা) পিপিএমকে অতিরিক্ত আইজি পুলিশ হেডকোয়ার্টার্স এবং ঢাকা রেঞ্জে ডিআইজি পদে কর্মরত মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএমকে অতিরিক্ত আইজি অ্যান্টিটেররিজম ইউনিট ঢাকা হিসেবে বদলি বা পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।