ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দামুড়হুদায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
দামুড়হুদায় ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাতে দামুড়হুদা মডেল থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে বুধবার (২২ নভেম্বর) উপজেলার পীরপুরকুল্লা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ওই স্কুলছাত্রীর পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় স্কুলছাত্রীকে তার বাড়ি থেকে কৌশলে ডেকে পাশের বাড়িতে নিয়ে যান প্রতিবেশী ইস্রাফিল। পরে তাকে ধর্ষণ করে কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান তিনি। একপর্যায়ে সোমবার বিষয়টি জানতে পেরে ইস্রাফিলকে আসামি করে স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করা হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিএম ইমদাদুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (২৮ নভেম্বর) ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।