ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নারীসহ ২ মাদক বিক্রেতার জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
হবিগঞ্জে নারীসহ ২ মাদক বিক্রেতার জেল-জরিমানা

হবিগঞ্জ: হবিগঞ্জে নারীসহ দুই মাদক বিক্রেতাকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আরাফাত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের রাজনগর এলাকার আব্দুস সোবহানের ছেলে রুবেল মিয়া ও একই এলাকার জাহিদ মিয়ার স্ত্রী মিনারা খাতুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আরাফাত বাংলানিউজকে বলেন, বিকেলে শহরের রাজনগর এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসারের সমন্বয়ে টাস্কফোর্স অভিযান চালায়। এসময় ১৯টি মোবাইল ফোন, ৫টি টর্চ লাইট, মাদক ব্যবহারের সরঞ্জাম, জিনসিন ড্রিংকস ও ইয়াবাসহ রুবেল ও মিনারাকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় মিনারাকে ৫ হাজার টাকা জরিমানা ও রুবেলকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।