ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুরে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুরে অবৈধ ৫০ দোকান উচ্ছেদ

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর পাকার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পাবনা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সমীরণ রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- পাবনা সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী সুলতান মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হালিম এবং সার্ভেয়ার আব্দুর রহমান।

অভিযানকালে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যার)-১২ এর সদস্য ও পুলিশ মোতায়েন ছিল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) ঈশ্বরদী উপজেলার পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের মূল নির্মাণ পর্বের প্রাথমিক কাজ (ফার্স্ট কংক্রিট পোওরিং বা এফসিপি) উদ্বোধন করার জন্য রূপপুর আসবেন। এ উপলক্ষে আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।