ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গণহত্যার শিকার পরিবারের সদস্যদের সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
গণহত্যার শিকার পরিবারের সদস্যদের সহায়তা কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান কম্বল তুলে দিচ্ছেন। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ১৯৭১ সালে গণহত্যার শিকার ২১ পরিবারের বিধবাদের মধ্যে কম্বল, ঢেউটিন ও তিন হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের মোট ৩৭১টি পরিবারের মধ্যে কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা তুলে দেন।

হাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২১ পরিবারকে তিন হাজার টাকার চেক ও ঢেউটিন এবং ৩৫০ পরিবারের সদস্যের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন দফতরের (পিআইও) ফিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৭
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।