ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আশু‌লিয়ায় গণপিটুনি‌তে ডাকাত নিহত

আশুলিয়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আশু‌লিয়ায় গণপিটুনি‌তে ডাকাত নিহত

আশু‌লিয়া, সাভার: আশু‌লিয়ার নলাম এলাকায় গণ‌পিটুনি‌তে এক ডাকাত নিহত হ‌য়ে‌ছেন। নিহত ডাকাত সদস্যের নাম-ঠিকানা পাওয়া যায়‌নি।

বৃহস্প‌তিবার (০৮ ফেব্রুয়ারি) ভো‌রে নলাম এলাকার ব্যবসায়ী সি‌দ্দিকের বাসায় ডাকাতি করতে গিয়ে নিহত হন তিনি।  

আশু‌লিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আতাউর রহমান জানান, রা‌তে একদল ডাকাত সি‌দ্দিকের বাসায় হানা দেয়।

এসময় বাড়ির লোকজন চিৎকার কর‌লে প্র‌তিবেশীরা এসে ধাওয়া করে এক ডাকাতকে ধরে ফেলে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থ‌লেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।