ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাড়ি যেতে দেয়নি, তাই হেঁটে যাচ্ছি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
গাড়ি যেতে দেয়নি, তাই হেঁটে যাচ্ছি  হেঁটেই আদালতের দিকে যাচ্ছেন বিএনপি নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র রাজধানীজুড়ে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে বিভিন্ন সড়কে। 

এ অবস্থায় হেঁটে আদালতের পথে রওনা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।  

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর কদম ফোয়ারা থেকে হেঁটে বকশীবাজারের আদালতের দিকে যান।

এ সময় তাদের সঙ্গে নেতারা উপস্থিত ছিলেন।  

এর আগে কাকরাইল মোড় এলাকায় এলে গাড়ি নিয়ে যেতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাধা দেয় পুলিশ।  

এ সময় তিনি মির্জা ফখরুল বাংলানিউজকে বলেন, অঘোষিত কারফিউ চলছে দেশে। যেনো সারাদেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। সরকারিদল দেশজুড়ে নেতাকর্মীদের ওপর নির্যাতন করছে।  

‘আমাদের বহু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সরকার শান্তিপূর্ণভাবে আমাদের যেতে দিচ্ছে না। এতেই প্রমাণ হয়ে গেছে খালেদা জিয়া নির্দোষ। ’ 

ড. খন্দকার মোশাররফ বলেন, আমাদের গাড়ি আসতে দেয়নি তাই হেঁটে যাচ্ছি। আমাদের নেত্রী কোর্টে যাবেন অথচ আমাদের নেতা-কর্মীদের যেতে বাধা দিচ্ছে। গাড়ি আসতে দেয়নি।  

‘আমাদের নেত্রী বলেছেন, নিয়মতান্ত্রিক আন্দোলন করতে। আমরা সেটাই করছি,’ বলেন তিনি।  

এরপরই স্থায়ী কমিটির অপর সদস্য আমীর খসরুসহ বকশীবাজারের অস্থায়ী আদালতের দিকে যান তারা। এ সময় আদালতের সামনে বসে থাকা ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদও তাদের সঙ্গে যোগ দেন। তখন সবাই এক সঙ্গে আদালতে প্রবেশ করেন।  

সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর গুলশান ২ নম্বরের বাসভবন ‘ফিরোজা’ থেকে আদালতের পথে রওনা দেন খালেদা জিয়া। পথে হাজার হাজার নেতাকর্মী তার সঙ্গে যোগ দেন।  

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
পিএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।