ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩, বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩, বাসে আগুন গোপালগঞ্জে বাসচাপায় নিহত ২

গোপালগঞ্জ: গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের কাঠি এলাকায় বাসের চাপায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আরো ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) ও আলামিন মোল্লা (৪০)।

তারা সদর উপজেলার কাঠি ও খানারপাড় গ্রামের বাসিন্দা

পুলিশ জানায়, মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় বাসটি পালিয়ে যাওয়ার সময় কাঠি এলাকায় এসে একটি ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও সাতজন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে গোপালগঞ্জ এবং দুইজনকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আহত আলামিন মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।