ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা, আতঙ্কে বাস মালিকরা

বেলাল হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা, আতঙ্কে বাস মালিকরা বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল। ছবি: বেলাল হোসেন

বগুড়া: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে আতঙ্ক বিরাজ করছে বাস মালিকদের মধ্যে। বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল ছেড়ে যায়নি দূরপাল্লার বাস। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বগুড়ার চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঠনঠনিয়ায় অবস্থিত আন্তঃজেলা কোচ টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, চলছে না ঢাকা-বগুড়া, বগুড়া-রংপুর ও বগুড়া-রাজশাহী মহাসড়কের বাস। ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করছেন অনেক যাত্রী।

পোহাতে হচ্ছে ভোগান্তি।

ভুক্তভোগী যাত্রী আবুল কালাম আজাদ অনেকটা ক্ষুব্ধ কণ্ঠে বাংলানিউজকে বলেন, খালেদার বিরুদ্ধে মামলা হয়েছে। নিয়মানুযায়ী এ বিচারের রায় হবে। এ জন্য রাস্তায় দূরপাল্লার যানবাহন চলবে না, এটা কেমন কথা! আদালতের রায়ের সঙ্গে গাড়ি না চলার কী সম্পর্ক? এগুলো ভোগান্তি ছাড়া আর কিছুই না।

বাস চালক আব্দুস শাকুর বাংলানিউজকে জানান, খালেদার রায়কে কেন্দ্র করে অনেকের মতো বাস মালিকরাও আতঙ্কিত। এ কারণে রাস্তায় গাড়ি বের করতে নিষেধ করেছেন তারা।

বাস মালিক আলম হোসেন বাংলানিউজকে জানান, খালেদা জিয়ার রায় বিপক্ষে গেলে দলের নেতাকর্মীরা রাস্তায় নেমে যানবাহন ভাঙচুর করতে পারে। তাই পরিস্থিতি না বুঝে রাস্তায় বাস নামানো হচ্ছে না।

তবে জেলার বিভিন্ন স্থানীয় রুটে যাত্রীবাহী বাস অন্যদিনের মতোই চলছে। তাছাড়া, মহাসড়কগুলোতে মালবাহী ট্রাক চলাচল করতে দেখা গেছে। পাশাপাশি অল্প কিছু বাস দূরপাল্লার যাত্রী নিয়ে চলাচল করছে। তবে সেটা চাহিদার তুলনায় খুবই কম, অভিযোগ ভুক্তভোগী যাত্রীদের।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমবিএইচ/এনএইচটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।