ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আপিল করবো: হাফিজ উদ্দিন 

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আপিল করবো: হাফিজ উদ্দিন 

ঢাকা: খালেদা জিয়ার বিরুদ্ধে কারাদণ্ডের রায়ের পর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, কোনো প্রমাণ ছাড়াই খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতে আপিল করবো আশা করি সেখানে ন্যায় বিচার পাবো। 

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বকশীবাজারে আদালতের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ দেশের নিম্ন আদালতে কোনো স্বাধীনতা নেই।

অন্যায়ভাবে এ রায় দেওয়া হয়েছে। কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অবৈধ রায় দেওয়া হয়েছে।  

তিনি বলেন, দেশের মানুষ খালেদা জিয়াকে ভালোবাসে। আজকে তার প্রমাণ পাওয়া গেছে। খালেদা জিয়া নির্দোষ তা এ দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে।  

‘এই রায়ে খালেদা জিয়ার জনপ্রিয়তা বেড়ে গেছে। বাংলাদেশের মানুষ সব সময় নিপীড়িত মানুষের পক্ষে। এখন আমাদের আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। জনগণকে নিয়ে আমরা আন্দোলনে করবো।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এমএ/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।