ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটির সাদা মনের মানুষটির চিরবিদায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
রাঙামাটির সাদা মনের মানুষটির চিরবিদায়

রাঙামাটি: রাঙামাটি পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং সাদা মনের মানুষ খ্যাত রবীন্দ্র লাল দে (৬৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে-মেয়ে এবং অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

রবীন্দ্র লাল দে দীর্ঘদিন দুরারোগ্য রোগে ভুগছিলেন। তার মরদেহ চট্টগ্রাম থেকে রাঙামাটির বাসভবনে নিয়ে আসা হবে। এরপর রাঙামাটি শ্মশানে তাকে দাহ করা হবে।

তার মৃত্যুতে রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।