ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রশ্নফাঁসের অভিযোগে ২ এসএসসি পরীক্ষার্থী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
প্রশ্নফাঁসের অভিযোগে ২ এসএসসি পরীক্ষার্থী আটক

ফরিদপুর: ফরিদপুর সদরপুর উপজেলায় এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পরীক্ষা কেন্দ্রে প্রবেশকালে মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়ায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র সুমন শিকদার (১৭) ও সজীব প্রামাণিক (১৭)।

ইউএনও পূরবী বাংলানিউজকে বলেন, আটকদের থানায় পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে সদরপুর থানা পুলিশ।

এর আগে, প্রশ্ন সরবরাহের অভিযোগে লুৎফর রহমান (২০) নামে এক কলেজছাত্রকে বুধবার (৭ ফেব্রুয়ারি) আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল কুমার দে বাংলানিউজকে জানান, লুৎফরের মোবাইল ফোনে ইংরেজি দ্বিতীয়পত্রের একটি প্রশ্নপত্র পাওয়া যায় যা পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে হুবুহু মিলে গেছে।  

পরে সরকারি বালিকা বিদ্যালয়ের কেন্দ্র সচিব সতিন্দ্র নাথ ভৌমিক বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  

লুৎফরকে আদালতেরর মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি বিপুল।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।