ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
আড়াইহাজারে দুই শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোহাম্মদ আনাছ (২) ও জোনায়েদ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ক্ষিরদাসদী ও ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে এ ঘটনা ঘটে।  

আনাছ খিরদাসাদী গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও জোনায়েদ বগাদী গ্রামের আতাবুরের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল পরিবারের অজান্তে বাড়ির সামনে গর্তে পড়ে যায় শিশু আনাছ। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

অপরদিকে, বিকেলে সবার অজান্তে বাড়ির পাশে ডোবায় পড়ে মারা যায় শিশু জোনায়েদ।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।