ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাগরে নৌকাডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সাগরে নৌকাডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজার: নাফনদী পেরিয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় টেকনাফে নৌকা ডুবে তিন রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় সাবরাংয়ের খুরের মুখ সংলগ্ন সমুদ্র সৈকতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- মোহাম্মদ ইয়াছিনের ছেলে ওমর সালমা (৪ মাস), আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আয়ুব (৪ মাস) ও আব্দুল হাইয়ের আব্দুল নবী (৯)।

নিহতরা সবাই মিয়ানমার বুশিডং কুলপাতং পাড়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা বোঝাই একটি নৌকা নাফনদী পেরিয়ে সমুদ্র সৈকত দিয়ে টেকনাফে ঢুকছিল। নৌকাটি টেকনাফের সাবরাং ইউনিয়নের খুরের মুখ সংলগ্ন সমুদ্র সৈকতে পৌঁছালে পেছন থেকে আসা ঢেউয়ের নৌকাটি উল্টে যায়। এসময় সমুদ্রের পানিতে পড়ে তিন রোহিঙ্গা শিশু মারা যায়। তাদের উদ্ধার করে স্থানীয় জনপ্রতিনিধের মাধ্যমে দাফন করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।