ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঘিওরে বাস খাদে পড়ে নিহত ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ঘিওরে বাস খাদে পড়ে নিহত ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে পাটুরিয়ামুখী যাত্রীসেবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঘিওর উপজেলার জোঁকা এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)।

আহতদেরকে উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীসেবা পরিবহনের ওই বাসটি মহাসড়কের জোঁকা এলাকায় পৌঁছুলে হঠাৎ সামনের চাকা বিকট শব্দে ফেটে যায়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দু'জন মারা যায় ও ১৫ জন আহত হয়।

এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।