ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতার স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
নাশকতার স্বপ্ন দেখলে দুঃস্বপ্নে পরিণত হবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান

ফেনী: পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, কেউ যদি মহাড়কের দিকে নাশকতার হাত বাড়ায় সে হাত বিচ্ছিন্ন করে দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিমিয়কালে তিনি এ কথা বলেন।  

ডিআইজি বলেন, ২০১৩ সাল আর ২০১৮ সাল এক নয়।

কেউ যদি ২০১৩ সালের মত নাশকতার স্বপ্ন দেখে তাহলে তা দুঃস্বপ্নে পরিণত হবে।  

তিনি বলেন, সারাদিন পুলিশ ব্যাপক নজরদারীর মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। রাতেও যদি কেউ চোরাগোপ্তা হামলা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে।  

ডিআইজি আরো বলেন, ভবিষ্যতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিরাপত্তা ফেনী থেকেই নিয়ন্ত্রণ করা হবে, সে আলোকেই পুলিশ মোতায়েন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মুনীর উজ্জ-জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।