ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
বরগুনায় শিশুর মরদেহ উদ্ধার ছবি:প্রতীকী

বরগুনা: বরগুনায় সিফাত (৮) নামের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুক্তিযোদ্ধা অফিসের পাশ থেকে স্থানীয়রা তালাবন্ধ ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছেন।

সিফাত ওই ওয়ার্ডের বাসিন্দা হোটেল ব্যবসায়ী কবির হোসেনের ছেলে।

এক নম্বর ওয়ার্ড কমিশনার আমিনুল ইসলাম স্বপন জানান, শুনেছি ছেলেটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। অথচ এলাকার লোকজন বলছে তালাবন্ধ একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, যে ঘরটি থেকে শিশুটির মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে, সে ঘরের বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন রয়েছে।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আবদুর রহমান বাংলানিউজকে জানান, যে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছে তার আত্মহত্যার কোনো আলামত পাওয়া যায়নি। তাছাড়া হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, মৃত শিশুটিকে থানায় আনা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।