ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে মলম পার্টির মূলহোতা আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
লক্ষ্মীপুরে মলম পার্টির মূলহোতা আটক  র‌্যাবের হাতে আটক মলম পার্টি চক্রের মূলহোতা তোফায়েল, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারি বাজার এলাকায় থেকে মো. তোফায়েল (৫৫) নামে এক মলম পার্টি চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তোফায়েল নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা।  

শুক্রবার (২৬ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাতে মো. হোসেন নামে একব্যক্তি বাসযোগে নোয়াখালীর চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের মান্দারী বাজার যাচ্ছিলেন। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার আন্দার মানিক গ্রামের বাসিন্দা। একই বাসে তোফায়েল ও তার দুই সহযোগী বেলাল ও ভুট্টু ছিল। তার তিনজনে হোসেনের পিছু নেন। হোসেন মান্দারী বাজার সোসাইটি মার্কেটের সামনে নামলে তারাও নামেন। এসময় বেলাল ও ভুট্টু কেমিক্যাল মিশ্রিত রুমাল দিয়ে হোসেনকে অচেতন করে তার সঙ্গে থাকা ৮ হাজার টাকা নিয়ে যায়। কিন্তু হোসেন পুরোপুরি অচেতন না হওয়ায়  তোফায়েল পালাতে পারেনি। পরে তাকে আটক করে র‍্যাবের হাতে সোপর্দ করেন স্থানীয়রা।

লক্ষ্মীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মোস্তাফিজুর রহমান বলেন, তোফায়েল মলম পার্টির মূলহোতা। তার একটি সংঘবদ্ধ চক্র রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি ছিনতাই কাজের সঙ্গে লিপ্ত। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।