ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শেরে বাংলার জন্মদিন উপলক্ষে ঝালকাঠিতে দোয়া-মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
শেরে বাংলার জন্মদিন উপলক্ষে ঝালকাঠিতে দোয়া-মাহফিল শেরে বাংলার জন্মদিন উপলক্ষে ঝালকাঠিতে দোয়া-মাহফিল। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: বাংলার অবিসংবাদিত নেতা শেরে বাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ১৪৫তম জন্মদিন উপলক্ষে তার জন্মস্থান ঝালকাঠিতে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‍শুক্রবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। শেরে-বাংলা একে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউটের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা বেগম পারুল।

সভায় শেরে বাংলার স্মৃতিচারণ তার জীবনী নিয়ে আলোচনা করেন সমাজসেবক তানভীর আহমেদ ও সাংবাদিক অলোক সাহা।  

আলোচনা সভা শেষে শেরে-বাংলা একে ফজলুল হকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।

বাংলা‌দেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।