ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গণস্বাস্থ্যের পিএইচএ ভবন ভাঙচুর, দখলচেষ্টার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
গণস্বাস্থ্যের পিএইচএ ভবন ভাঙচুর, দখলচেষ্টার অভিযোগ

ঢাকা (সাভার): সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের ভেতরে প্রবেশ করে ভাঙচুর, লুটপাট, মারধরসহ নারী শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গণস্বাস্থ্য ট্রাস্ট্রের পক্ষ থেকে উর্ধ্বতন কর্মকর্তারা আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি বলে দাবি করা হয়েছে।

শুক্রবারের (২৬ অক্টোবর) এ ঘটনার বিষয়ে গণস্বাস্থ্য পিএইচএ’র পরিচালক অনিল কুমার ভৌমিক বলেন, মির্জানগর এলাকায় ১৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত পিএইচএ ভবন অবৈধভাবে মালিকানা দাবি করে কটন টেক্সটাইল ক্রাফটস লিমিটেড নামের ব্যানার ঝুলিয়ে দেয় বহিরাগতরা। এসময় ভবনে ভাঙচুর, মূল্যবান মালামাল লুট, হোস্টেলে থাকা নারী শিক্ষার্থীদের মারধর ও গাছপালা কেটে ফেলে সন্ত্রাসীরা।

বাধা দিতে গেলে তাদের বেশ ক’জন শিক্ষার্থীকে মারধর করা হয়।  

তিনি দাবি করেন, এ ব্যাপারে আশুলিয়া থানায় অভিযোগ করতে গেলেও বিষয়টি আমলে নেয়নি পুলিশ।

এদিকে পিএইচএ ভবনের প্রধান ফটক ভেঙে নাছির উদ্দিন ও আবু বক্কর নামে দুই ব্যক্তির মালিকানার সাইনবোর্ড ঝুলিয়ে সেখানে স্থাপনা তৈরি করতে দেখা গেছে। এর পাশেই বেশ কিছু গাছ কেটে সেখানে প্রাচীর নির্মাণ করছেন তারা। একইসঙ্গে পিএইচএ ভবন এলাকার একপাশে আমিনুল ইসলাম নামে আরেক ব্যক্তির জমির মালিকানার সাইনবোর্ড টানানো দেখা গেছে।  

পিএইচএ ভবন এলাকায় নাছির উদ্দিন, আবু বক্কর, আমিনুল ইসলামসহ সাইনবোর্ড টানানো অন্যান্য জমির মালিকানা দাবিকারীদের সঙ্গে প্রায় ৪০-৫০ জন বহিরাগত লোককে ঘোরাঘুরি করতে দেখা গেলেও তারা কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আহত শিক্ষার্থী লিমন (২০১১ সালে র‌্যাবের গুলিতে বাম পায়ে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই গণ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন তিনি) বাংলানিউজকে জানান, সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বহিরাগত লোকজনের ভিড় দেখে সেখানে গিয়ে তার সহপাঠীদের লাঞ্ছিত হতে দেখেন। এসময় প্রতিবাদ করতে গেলে তাকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ডান হাত ভেঙে ফেলে সন্ত্রাসীরা। এসময় তার অন্য সহপাঠীদেরও মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি (তদন্ত) জাবেদ মাসুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা কোনো অভিযোগ পাননি।

আশুলিয়ার মির্জানগর এলাকায় ২০০২ সালে প্রতিষ্ঠিত ছয় তলাবিশিষ্ট পিএইচএ ভবনে বিশ্ব পিপলস হেলথ অ্যাসেম্বলির (পিএইচএ) সম্মেলনের প্রথম পর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৬শ’ নাগরিক প্রতিনিধিত্ব করেন। এ বছরও বাংলাদেশে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্বের ৮০টি দেশের প্রায় ১৫শ’ নাগরিক এই সম্মেলনে অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।