ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডির প্রশিক্ষণ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডির প্রশিক্ষণ সভা। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরে কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচির আওতায় এলজিইডির দিনব্যাপী টিওটি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৬ অক্টোবর) এলজিইডির অধীন নর্দান বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ)’র আওতায় এলজিইডি রংপুর ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ প্রশিক্ষণে রংপুর এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের অংশ হিসেবে এক আলোচনা সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারুন-উর রশিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এলজিইডি রংপুর অঞ্চল।

তিনি বলেন, নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিত সচেতনতা ও চেষ্টা জরুরি। শুধু প্রশাসন বা গাড়িচালকদের সচেতন হলে চলবে না। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনারোধে বেপরোয়া গাড়ি চলাচল থেকে শুরু করে রাস্তা পারাপারেও সজাগ থাকতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন, উপ-প্রকল্প পরিচালক নবিদেপ রংপুর, রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সুলতানা সুমি, বুয়েট প্রফেসর ড.শামসুল হক, ড. মাহবুব আলম তালুকদারসহ আট উপজেলার প্রকৌশলীরা।  

আলোচনা সভাশেষে নিরাপদ সড়ক বাস্তবায়নে একটি সচেতনামূলক র্যালি বের করা হয়।

বাংলাদেশ সময়: ১৯১০  ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।