ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রো রেল প্রকল্পে মাটি চাপায় ৩ শ্রমিক আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
মেট্রো রেল প্রকল্পে মাটি চাপায় ৩ শ্রমিক আহত

ঢাকা: মেট্রো রেল প্রকল্প নির্মাণ কাজের খোঁড়াখুঁড়ির সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মাটি চাপায় ৩ শ্রমিক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২৭ অক্টোবর) বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নান্নু মিয়া (৫৫), সেলিম (৪০) ও নজরুল ইসলাম (৪৫)।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, টিএসসি এলাকায় মেট্রো রেল নির্মাণ কাজ চলছে। সেখানে শ্রমিকরা মাটি কাটতে কাটতে গর্ত গভীর হয়ে যায়। এক পর্যায়ে গর্তের পাশের মাটি ভেঙে তাদের উপর পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় সহকর্মীরা।  

‘আহতদের মধ্যে দুইজনের অবস্থা ভালো। তবে একজনের অবস্থা গুরুতর,’ যোগ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এজেডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।