ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

২০ দিনে বরিশালে ৮৯২ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
২০ দিনে বরিশালে ৮৯২ জেলের কারাদণ্ড ইলিশ। (ফাইল ফটো)

বরিশাল: ইলিশ শিকারের দায়ে গত ২০ দিনে বরিশালের ছয় জেলায় ৮৯২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এ পর্যন্ত ১৬ লাখ ১ হাজার ৯শ’ টাকা জরিমানা এবং ৭ হাজার ২৯ কেজি ইলিশ ও প্রায় ২৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ অক্টোবর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন বিভাগীয় মৎস কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আজিজুল হক।

তিনি জানান, গত ৭ অক্টোবর থেকে শুক্রবার (২৬ অক্টোবর) মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগের ছয় জেলায় মৎস অধিদফতরের নেতৃত্বে মোট ১ হাজার ৬৭৩টি অভিযান ও ৮৭৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ৮৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।