ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়তে হবে বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের কেডি স্কুল মাঠে ‘একুশের পরিষদ নওগাঁ’ এর ২৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুল বারী।

এ সময় জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার, জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।  

‘একুশের পরিষদ নওগাঁ’ সংগঠনটি ১৯৮৪ সালে সৃষ্টির পর থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে আসছে। এছাড়া নওগাঁ জেলাব্যাপী বিভিন্ন রকম সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেও বেশ সুনাম কুড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।