ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
আড়াইহাজারে গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক চাউল ব্যবসায়ীর বাড়িতে রোজিনা আক্তার (২৮) নামে এক গৃহপরিচারিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

রোজিনা আক্তার আড়াইহাজার গোপালদী পৌরসভার বেপারী পাড়া গ্রামের চাউল ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়িতে গৃহকর্মী হিসেবে ছিলেন। তিনি উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের আবু ছিদ্দিকের মেয়ে।

সোমবার (২৯ অক্টোবর) সকালে গৃহকর্তা চাউল ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ বাংলানিউজকে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুরে চাউল ব্যবসায়ী মজিবুর রহমানের বাড়ি থেকে গৃহকর্মী রোজিনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আগের দিন ঘটে যাওয়া সামান্য ঝগড়ার কারণে রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছেন মজিবুর রহমান। তবে নিহতের স্বজনদের অভিযোগ রোজিনাকে হত্যা করে মরদেহ বাথরুমে ঝুলিয়ে রাখা হয়। তিনমাস আগে রোজিনা ওই বাড়িতে কাজ যোগ দিয়েছিলেন বলেও জানিয়েছেন তার স্বজনরা।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ময়নাতদন্তের আগে কোনো কিছুই বলা যাচ্ছে না। এখন অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।