ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে বাংলাদেশ  ওয়ার্ল্ড ট্রেড এক্সপো

ঢাকা: মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড এক্সপোতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ।  

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (ডব্লিউটিসি) মুম্বাই এবং অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই) উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।  

বুধবার (৩০ অক্টোবর) বাংলাদেশ উপ-হাইকমিশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবরের ২৯ থেকে ৩০ তারিখ পর্যন্ত দুই দিনব্যাপী এ ইভেন্টে ৩০টি দেশ এবং ভারতীয় রাজ্য সরকারসহ ৫০টিরও বেশি শিল্প প্রতিষ্ঠান এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইকোনমিক ডিপ্লোম্যাসি উইংয়ের প্রধান রাষ্ট্রদূত মনোজ ভারতী উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুম্বাইয়ের ডিপলোমেটিক কমিউনিটির সদস্যবৃন্দ, অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অব ইন্ডাস্ট্রিজের (এআইএআই)  প্রেসিডেন্ট শ্রী বিজয় কালান্তারি, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের চেয়ারম্যান জনাব কমাল মুরারকা প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের গেস্ট অব অনার ছিলেন মহারাষ্ট্র সরকারের পর্যটন উন্নয়ন মন্ত্রী শ্রী জয়কুমার জে. রাওয়াল।

বলা হয়, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, ভারতে বাংলাদেশে উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণ এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ এ প্রদর্শনীতে অংশগ্রহণ করে।  

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
এপি/এএইচ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।