ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরকলে আগুনে পুড়লো অর্ধশত বাড়ি ও দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
বরকলে আগুনে পুড়লো অর্ধশত বাড়ি ও দোকান

রাঙামাটি: রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে আগুনে প্রায় অর্ধশত বাড়ি-দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে মল্লিকা চাকমা ও নিরণ শান্তি চাকমা নামের দু’জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, বিকেলে ভূষণছড়া ইউনিয়নের খুববাং বাজারে  রাম চাকমার চায়ের দোকানের মাটির  চূলা থেকে  আগুনের সূত্রপাত ঘটে।

মুহূর্তের মধ্যে আগুন চারদিক ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী অনেকগুলো দোকান ও বাড়ি পুড়ে যায়। স্থানীয়রা দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি আগুনে অর্ধশতাধিক বাড়ি-দোকান পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।