ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে দুইপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
যশোরে দুইপক্ষের ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

যশোর: যশোরে দুই দল ডাকাতের মধ্যে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত (৪৫) পরিচয়ের একব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোর রাতে সদর উপজেলার রহমতপুর-কানাগেট এলাকায় এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলানিউজকে জানান, রহমতপুর-কানাগেট গুলি চালানো হচ্ছে এমন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়।  

পরে নিহতের মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

ওসি অপূর্ব হাসান বলেন, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি, দুটি হাসুয়া, গাছ কাটা করাত ও দড়ি উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে- দুই দল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি নিহত হয়েছে। আমরা ধারণা করছি তিনি ডাকাত দলের সদস্য।  

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. আহ‌মেদ তা‌রেক সামস বাংলানিউজকে বলেন, নিহ‌তের মাথার বাম পা‌শে গু‌লির চিহ্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ইউজি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।