ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ইঁদুর মারার ফাঁ‌দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
ইঁদুর মারার ফাঁ‌দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু

‌‌পি‌রোজপুর: পিরোজপুর সদর উপজেলায় ইঁদুর মারার বৈদ্যু‌তিক ফাঁ‌দে জ‌ড়ি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন শেখ (১৮) না‌মে এক ক‌লেজছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়া‌রি) দিবাগত রাতে উপজেলার পূর্ব জুজখোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন শেখ ওই গ্রামের শহিদুল ইসলাম শেখের ছেলে।

তিনি পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার পূর্ব জুজখোলা গ্রামের কৃষক দুলাল হালদার ইঁদুরের ক্ষতি থেকে বোরো ধানের ক্ষেত  রক্ষা করতে ক্ষেতের চারপাশ গুনার তার দিয়ে বিদ্যুৎ-সংযোগ দেন।  

জুজখোলা গ্রামের মজিবর রহমান শেখ, তার ভাগ্নে আল আমিন ও ইমন শেখসহ কয়েকজন পাখি শিকারের জন্য মঙ্গলবার রাত ১০টার দিকে ধান ক্ষেত দিয়ে যাচ্ছিল। এ সময় মজিবর রহমান, ইমন শেখ ও আল আমিন ওই  তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের সঙ্গে থাকা অন্যরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ইমন শেখকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মজিবর রহমান ও আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, এ ঘটনায় ক্ষেতের মালিক মুকুন্দ্র হালদারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলা‌দেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়া‌রি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।