ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্টকার্ড বিতরণকালে হামলায় আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্টকার্ড বিতরণকালে হামলায় আহত ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণের সময় স্থানীয়দের হামলায় নির্বাচন কমিশন অফিসের স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমে নিয়োজিত চারজন অস্থায়ীকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার সাদেকপুর সিদ্দিকা আনোয়ারা হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম (২৮), সহকারী ডাটা এন্ট্রি অপারেটর সেলিম (২৪), শাহাবুদ্দিন (২৬) ও আরিফ (২০)।

আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বাংলানিউজকে বলেন, স্মার্টকার্ড বিতরণের সময় স্থানীয় কয়েকজন যুবক কেন্দ্রের ভেতরে স্মার্টকার্ডের কাভার বিক্রি করছিল। এসময় ডাটা এন্ট্রি অপারেটর তাজুল ইসলাম কেন্দ্রের ভেতরে কাভার বিক্রি করতে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্ধ হয়ে তাজুলকে মারধর করে।  

খবর পেয়ে তার সহকর্মীরা এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে পুলিশ হামলার ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা জান্নাত জাহান বাংলানিউজকে বলেন, আহতরা সুস্থ হলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।