ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সাংবাদিক পলাশের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের তরুণ সাংবাদিক শাহ মনির পলাশের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে সদর উপজেলার মাছিনগর গ্রামের মাছিম শাহ ফকির বাড়ি জামে মসজিদে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।

চাচাতো ভাইদের হামলায় আহত হয়ে গত বছর এদিনে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সাংবাদিক পলাশ হত্যার প্রতিবাদে এলাকাবাসী ও সাংবাদিকরা বিক্ষোভ-মিছিল ও মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে।

নিহত পলাশ সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মাছিমনগর গ্রামের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ২৫ বছর।

তরুণ এ সাংবাদিক ঢাকা থেকে প্রকাশিত দৈনিক রূপবাণী পত্রিকার জেলা প্রতিনিধি ও লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএ (ডিগ্রি) কোর্সের ফলপ্রার্থী ছিলেন।

ঘটনার দিন গত বছর ১৪ ফেব্রুয়ারি পলাশদের বাগানের গাছ কেটে নেওয়ার চেষ্টা করে তার দুই চাচাতো ভাই আবু ইউছুফ ও আবু ছায়েদ। বাধা দিলে পলাশের বৃদ্ধ বাবাকে তারা ইট নিক্ষেপ করে। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। এসময় বাবাকে উদ্ধার করতে গেলে চাচাতো ভাইয়েরা পলাশকে রড দিয়ে মাথায় ও বুকে আঘাত করে। এতে তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেলে পলাশ। পরে ১৫ ফেব্রুয়ারি তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৯ ফেব্রুয়ারি সকালে মাছিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানতে চাইলে বাদী পক্ষের আইনজীবী আরিফুর রহমান জানান, পলাশ হত্যার মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার প্রধান আসামি কারাগারে ও অন্যজন জামিনে আছে।

সাংবাদিক পলাশের সহকর্মী, গ্রামবাসী, পরিবার ও স্বজনদের প্রত্যাশা দ্রুত এ হত্যাকাণ্ডের বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।