ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হরিপুরে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা, নিহতসহ আসামি ২৫৩ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
হরিপুরে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা, নিহতসহ আসামি ২৫৩ জন

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে বিজিবি-গ্ৰামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুইটি মামলায় ২৫৩ জনকে আসামি করা হয়েছে। এরমধ্যে একটিতে নিহত দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নায়েব সুবেদার জহুরুল ইসলাম বাদি হয়ে বহরমপুর গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দুইটি করেন।  

গরু পাচার ও ছিনতাইয়ের অভিযোগে বিজিবির গুলিতে নিহত শিক্ষক নবাব আলী ও সাদেকুল ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। বাকিজনের নাম জানা যায়নি।

অপর মামলায় সরকারি কাজে বাধা দেওয়ায় বিজিবি সদস্যদের ওপর চড়াও, অস্ত্র নিয়ে প্রাণনাশের চেষ্টা, সরকারি অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা, অস্ত্রের ক্ষতিসাধন করা ইত্যাদি অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

>>>আরও পড়ুন...হরিপুরে সংঘর্ষ, গুলিতে শিশুসহ নিহত ৩

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বাংলানিউজকে জানান, মামলা দুটি নেওয়া হয়েছে। পুলিশ সুপারের নির্দেশ পাবার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।