ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে আমিরাতে গেলেন নৌপ্রধান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
সমরাস্ত্র প্রদর্শনীতে অংশ নিতে আমিরাতে গেলেন নৌপ্রধান নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী

ঢাকা: ‘নৌ প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা প্রদর্শনী (এনএভিডিইএক্স)’ এবং ‘আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী (আইডিইএক্স) ও সম্মেলন-২০১৯’ এ অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ।

আইএসপিআরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আবুধাবিতে অবস্থানকালে নৌপ্রধান এনএভিডিইএক্স এবং আইডিইএক্স উপলক্ষে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

এছাড়া সমরাস্ত্র প্রদর্শনীতে আগত বিভিন্ন জাহাজ ও সামরিক সরঞ্জামাদি নির্মাণকারী প্রতিষ্ঠানের স্টলসমূহ পরিদর্শন করবেন তিনি। পাশাপাশি প্রদর্শনীতে অংশ নেওয়া বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ ধলেশ্বরী পরিদর্শন করবেন।

নৌপ্রধানের সফর সংযুক্ত আরব আমিরাতসহ প্রদর্শনীতে অংশগ্রহণকারী অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সফরে নৌপ্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। সফর শেষে নৌপ্রধান আগামী ২২ ফেব্রুয়ারি দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।