ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জের দুর্ঘটনায় আহত এক যাত্রী ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
মুন্সিগঞ্জের দুর্ঘটনায় আহত এক যাত্রী ঢামেকে

ঢাকা: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে আহত এক যাত্রীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে।

আহত ওই যাত্রী মাইক্রোবাসের আরোহী ছিলেন। তার নাম জাহাঙ্গীর হোসেন (৪৫)।

বাবার নাম নুর মোহাম্মদ বেপারী। তিনি মুন্সিগঞ্জের ষোলঘর এলাকার বাসিন্দা।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত জাহাঙ্গীরের অবস্থা আশঙ্কাজনক। রোগীর বিষয়ে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে ঢাকাগামী বরযাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে স্বাধীন পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে শেষ খবর পর্যন্ত বরযাত্রীবাহী মাইক্রোবাসের চালকসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।