ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাটকা পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
বরিশালে জাটকা পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

বরিশাল: বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার ও ২৫ মণ জাটকা জব্দ করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

ট্রলারটি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বরিশাল সদর নৌ-থানা পুলিশের জিম্মায় রাখা হয় এবং জব্দ করা ২৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বাংলানিউজকে বলেন, শুক্রবার কীর্তনখোলা নদীতে নৌ-পুলিশের সহায়তায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।