ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীর শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৯
ফেনীর শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান বাবু

ফেনী: ফেনী জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবু।

শুক্রবার (২২ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদকে বিষয়টি অবহিত করা হয়।

এতে জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ ২০১৭-২০১৮ অর্থবছরে উন্নয়ন বাজেট ‘ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা’ শীর্ষক থেকে বরাদ্দে দক্ষতা ও কর্মতৎপরতা মূল্যায়নের ভিত্তিক জেলা পর্যায়ে প্রতিবেদনে ফেনী জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ ও জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মো. রবিউজ্জামান বাবুকে নির্বাচিত করা হয়েছে।

চেয়ারম্যান রবিউজ্জামান বাবু বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী আমার চলার পথে অনুপ্রেরণা। আল্লাহর রহমতে নেতার সহযোগিতায় আগামী দিনগুলোতে মতিগঞ্জ ইউনিয়নবাসীর ভালবাসায় সারা বাংলাদেশের মধ্যে মতিগঞ্জ ইউনিয়ন পরিষদ একটি মডেল ইউনিয়নে পরিণত হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।